topআন্তর্জাতিক

যুদ্ধে লোকবলের চেয়ে এখন সামরিক সহায়তা বেশি গুরুত্বপূর্ণ: ইউক্রেন

টাইমস ২৪ ডটনেট: মিত্রদের সামরিক সহায়তার গতি বাড়ানোর আহ্বান জানিয়েছে ইউক্রেন। দেশটি বলছে, আরও বেশি লোকবলের খসড়া তৈরির চেয়ে দ্রুত যুদ্ধক্ষেত্রের সরঞ্জাম সরবরাহ করা বেশি গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) একটি সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বুধবার মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে হারিয়ে যাওয়া সেনাদের প্রতিস্থাপনের জন্য পর্যাপ্ত নতুন সেনা সংগঠিত করছে না। তিনি কিয়েভকে সেনা সংগ্রহের বয়স ২৫ থেকে কমিয়ে ১৮তে নামানোর আহ্বান জানান।
সাংবাদিকদের ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি টাইখই বলেছেন, ‘আমরা এখন এমন পরিস্থিতিতে রয়েছি যখন আমাদের ইতোমধ্যেই সংগঠিত সব সেনাকে সশস্ত্র করতে আরও সরঞ্জামের প্রয়োজন। তাই আমরা মনে করি, আমাদের প্রথম অগ্রাধিকার যত দ্রুত সম্ভব্য সামরিক সহয়তা পাঠানো উচিত।’তার এমন মন্তব্য বুধবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা দিমিত্রো লিটভিনের করা একটি মন্তব্যেরই প্রতিধ্বনি। লিটভিন ওইদিন মন্থর সামরিক সহায়তার সমালোচনা করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছিলেন, ‘ইউক্রেনের রসদ সরবরাহের বিলম্বের জন্য ক্ষতিপূরণের আশা করা যায় না বা ফ্রন্টলাইনে আমাদের সেনাদের সমর্থনে দ্বিধা করা যায় না।’একটি বিস্তৃত ফ্রন্টলাইন বরাবর রুশ অগ্রগতির বিরুদ্ধে লড়ছে করছে কিয়েভ বাহিনী। সেখানে শিল্পোন্নত ডনবাস অঞ্চলের পুরোটাই দখল নেওয়ার জন্য গ্রামের পর গ্রাম দখল করে চলেছে মস্কোর সেনারা।

Related Articles

Back to top button