টাইমস ২৪ ডটনেট: অর্থাভাবে উন্নত চিকিৎসা হচ্ছে না ছাত্র আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো মো. আল মামুন হোসেন রাব্বীর। তিনি সাভার উপজেলার উত্তর চাপাইন গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আজাহার আকন ও মায়ের নাম রোকেয়া বেগম। আহত মো. আল মামুন হোসেন রাব্বী বলেন, আমি সাভার উপজেলায় অবস্থিত কলেজ অব ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট-এর ব্যবসায় শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণির একজন ছাত্র। বর্তমানে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অর্থাৎ আইসিটিতে-অকৃতকার্য হয়েছি। গত ১৮ জুলাই ২০২৪ তারিখ দুপুর ১টায় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ার লক্ষ্যে অন্যান্য ছাত্রদের সঙ্গে আমিও সাভার বাস স্ট্যান্ড-এর সামনে জড়ো হই। আন্দোলনরত অবস্থায় পুলিশ বাহিনীর ছিটা গুলিতে আমার বাম চোখে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ি। পরবর্তীতে উপস্থিত ছাত্র-জনতা আমার রক্তাক্ত চোখ দেখে স্থানীয় এনাম মেডিক্যালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে কয়েক দিনপর চোখ ঝাপসা, চোখে জ্বালা যন্ত্রণা ও শারীরিক অসুস্থতার কারণে গত ২১ আগস্ট শেরে-বাংলানগরস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের দিয়ে চোখের চিকিৎসা গ্রহণ করি। পরবর্তীতে আবারও চোখ ও শরীরের অবস্থা খারাপ হওয়ায় গত ২৪ আগস্ট চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চোখের বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করি এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করি এবং গত ৩০ আগস্ট চিকিৎসকের নির্দেশনা মোতাবেক হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে আমাকে বাড়িতে পাঠিয়ে দেন। সেই সঙ্গে চিকিৎসকগণ আমাকে বলেন, চোখের সাদা অংশে ছিটা গুলিটি অবস্থান করায় বাম চোখে ভালো ভাবে দেখতে পারবেন না। চোখের উন্নত চিকিৎসা করার জন্য অতি দ্রুত ব্যবস্থা নিতে। তা না হলে আমার চোখ উত্তোলন করে ফেলতে হবে এবং অতি দ্রুত চোখে আটকে যাওয়া গুলি বের করার পরামর্শ দেন। আত্মীয়স্বজনের কাছ থেকে ধার-দেনা করে এখন পর্যন্ত স্থানীয় ভাবে চোখের চিকিৎসা করাচ্ছি। বর্তমানে আমার চোখের সমস্যা তীব্র মাত্রায় দেওয়া দিয়েছে। পরিবারে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি হিসেবে বয়স্ক মাকে নিয়ে অভাব অনটনের মাঝে চিকিৎসা করার টাকা নাই। আমার চোখের পরীক্ষা-নিরীক্ষা ও ঘটনার সত্যতা যাচাই-বাছাই করে মানবিক কারণে উন্নত চিকিৎসাসহ পুনর্বাসনে দীর্ঘমেয়াদী সহায়তার আকুল প্রার্থনা করছি। আহত মো. আল মামুন হোসেন রাব্বীর যোগাযোগের নাম্বার ০১৮৭৫২১৯৮৬১, তার মায়ের নাম্বার ০১৬৭৮০৭৫৩৪৬ ।