বাংলাদেশ

শার্শা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র গ্রেফতার (ভিডিওসহ)

মসিয়ার রহমান কাজল, বেনাপোল থেকে: যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।তিনি গাজিপুর ৪৩ নং ওয়ার্ডের পাগান গ্রামের মৃত মোহাম্মদ আলী খানের ছেলে।মঙ্গলবার ( ১৯ নভেম্বর) ভোরে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এ ধরনের তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত ৩ টার দিকে অধিনায়কের দিকনির্দেশনায় শিকারপুর বিওপির টহলদল শিকারপুর সীমান্তবর্তী বেতনানদী এলাকায়  অভিযান চালায়।এসময় সীমান্ত পথ দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টাকালে গাজীপুর মহানগরীর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি শার্শা উপজেলার স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবী’র মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তি বদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন।  আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে যশোরের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।

Related Articles

Back to top button