সারাদেশ

তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান

টাইমস ২৪ ডটনেট:যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সাবেক ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্ডকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান হিসেবে নিয়োগ করলেন নব–নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য তুলসী ভারতীয় বংশোদ্ভূত। দুই দশকেরও বেশি সময় মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি। ২০২০ সালে বাইডেনের সাথে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অংশ নিয়েছিলেন তুলসী। তবে, ডেমোক্র্যাটিক পার্টির ভেতরকার প্রতিযোগিতায় তিনি অবশেষে পিছিয়ে পড়েন।২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে ডেমোক্র্যাটিক পার্টি ছাড়েন তুলসী। গত আগস্ট মাসে ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদে রিপাবলিকান পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন তুলসী। ওদিকে, বুধবার ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ম্যাট গেটজেকে অ্যাটর্নি জেনারেল পদেও মনোনীত করেন ট্রাম্প।

Related Articles

Back to top button