আমান উল্লাহ পাটওয়ারী, টাইমস ২৪ ডটনেট, সাভার (ঢাকা)থেকে:বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি)’র অডিও ভিজুয়্যল সেন্টারে বিকেএসপির প্রশিক্ষণার্থীদে জন্য “আমি জিতলে, জিতবে দেশ” এ প্রতিপাদ্যের ব্যানারে সোমবার দিন ব্যাপী অনুপ্রেরনামূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যূত্থানে দেশ প্রেমে উদ্বুদ্ধ আত্নদানকারী আহত সাতজন রিহ্যাবিলিটিশন প্রাপ্ত ব্যক্তিবর্গকে আমন্ত্রন জানানো হয়। রিহ্যাবিলিটিশনপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মিরপুর ১০ নম্বরে গুলি বিদ্ধ মো: ইমরান হোসেন, ব্যাক ইউনিভার্সিটির সামনে আফতাব নগরে গুলিবিদ্ধ রিফাত হাওলাদার ও জাকির সিকদার, চিটাগাং রোডে গুলিবিদ্ধ মো: নাদিম, মিরপুরে গুলিবিদ্ধ মো: মোস্তাকিম, নারায়ণগঞ্জের চিটাগাং রোডে গুলিবিদ্ধ মো: আকাশ এবং পাবনার তিন মাথা মোড়ে গুলিবিদ্ধ মো: মিরাজুল ইসলাম। বিকেএসপির প্রশিক্ষণার্থীরা গণঅভ্যূত্থানে আহত বীরদের আত্নত্যাগের কথা এবং তাঁদের জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর গল্প শুনে অনুপ্রনীত হন এবং নিজেদেরকেও খেলাধুলার মাধ্যমে ঘুরে দাঁড়িয়ে দেশের জন্য সুনাম বয়ে আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিকেএসাপর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে আহত সাতজনের প্রত্যেককে বিকেএসপির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। এরপর রিহ্যাবিলিটিশন প্রাপ্ত ব্যক্তিবর্গ বিকেলে বিকেএসপির খেলোয়াড়দের সাথে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন যা খেলোয়াড়দেরকে ভীষনভাবে উদ্বুদ্ধ করেছে।