সুকুমার সরকার, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: সেনা অভিযানের মুখে ২০১৭ সালে পালিয়ে আসা সাত লাখ রোহিঙ্গার মধ্যে কিছু সংখ্যক সন্ত্রাসীও ঢুকে পড়ে বাংলাদেশে। বাংলাদেশে আশ্রিত হয়েও নানা অপরাধ কাজ নতুন কোন খবর নয়। কক্সবাজার জেলায় গড়ে উঠেছে বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা শরনার্থী শিবির। সেখানে প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গার বসবাস। তাদের মধ্যে নিত্য হানাহানি-খুন-খারাপি, তরুণী পাচার চলছেই।এবার কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। শনিবার রাত ৯টার দিকে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এই ঘটনা। টেকনাফ থানার ভারপ্রাপ্ত আধিকারীক (ওসি) গিয়াস উদ্দিন জানান, নিহত রোহিঙ্গা যুবকের নাম মো. জুবায়ের (২৩)। তিনি ওই ক্যাম্পের সি-ব্লকের মো. আমিনের ছেলে। ওসি গিয়াস উদ্দিন জানান, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে একদল অস্ত্রধারী জুবায়েরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করলে আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এর আগে, ২১ অক্টোবর ভোররাতে উখিয়া উপজেলার ২০ নম্বর ক্যাম্পের লাল পাহাড় এলাকায় একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা।