topআন্তর্জাতিক

ইউক্রেনে জয়ী না হওয়া পর্যন্ত রাশিয়ার পাশে থাকবে উ. কোরিয়া

টাইমস ২৪ ডটনেট: ইউক্রেনে জয়ী না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়া রাশিয়ার পাশে থাকবে। শুক্রবার মস্কোয় এই ঘোষণা দেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই এমন এক সময় রাশিয়া সফরে গেছেন যখন যুক্তরাষ্ট্র দাবি করছে যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা প্রস্তুত।রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনার পর চোয়ে সন হুই বলেন, বিজয়ের আগ পর্যন্ত আমরা রাশিয়ার পাশে দৃঢ়ভাবে দাঁড়াবো।তিনি বলেন, ভ্লাদিমির পুতিনের নেতৃত্ব নিয়ে উত্তর কোরিয়ার কোনো সন্দেহ নেই। সম্প্রতি দুই দেশে মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক চুক্তি হয়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ইউক্রেন সীমান্তে উত্তর কোরিয়ার প্রায় আট হাজার সেনা এরই মধ্যে মোতায়েন করেছে রাশিয়া।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র মনে করে উত্তর কোরিয়া রাশিয়ায় মোট দশ হাজার সেনা পাঠিয়েছে। ইউক্রেন সীমান্তে তাদের পাঠানোর আগে এ সব সেনাদের রাশিয়ায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।এদিকে যুক্তরাষ্ট্রের দাবিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত অস্বীকার করা হয়নি।

সূত্র: এএফপি

Related Articles

Back to top button