বাংলাদেশ

ফুলবাড়ীয়ায় সাপ্তাহিক ফুলখড়ির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো. আ. জব্বার : ফুলবাড়ীয়া উপজেলা থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার ২০তম বর্ষে পদার্পণ ও ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার উপদেষ্টা পরিষদের প্রধান সমন্বয়কারী, ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল।
সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মো. নূরুল ইসলাম খান ও বার্তা সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান, ঢাকা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মনজুরুল বারী নয়ন, পত্রিকাটির উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ্ব শাখাওয়াত হোসেন বাচ্চু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পারভীন আখতার রেবা, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কালের কণ্ঠের সাংবাদিক ও ফুলবাড়ীয়া প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল হালিম। এতে আরো বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুছ আলী, ফুলখড়ির যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, এ টু জেট বেস্ট ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আব্দুর রউফ মন্ডল প্রমুখ।
পরে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা, ফুলবাড়ীয়ার সার্বিক উন্নয়ন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সদ্য প্রয়াত পিতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জোরবাড়ীয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহ মো. ফয়জুল বারী।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা অ্যাডভোকেট গোলাম ফারুক, সাপ্তাহিক ফুলখড়ির সম্পাদক মন্ডলীর সভাপতি মো. শেখ সাদী, ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফ উজজামান খান সহ সাংবাদিক ও সকল পর্যায়ের সুধী জন শিক্ষার্থীরা।

Related Articles

Back to top button