topআন্তর্জাতিক

ইয়েমেনে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইঙ্গ-মার্কিন আগ্রাসী শক্তি

টাইমস ২৪ ডটনেট: ইয়েমেনে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে আমেরিকা ও ব্রিটেন। মার্কিন ও ব্রিটিশ জঙ্গিবিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত হুদায়দা বিমানবন্দরে দুই দফা বোমা হামলা করেছে। পার্সটুডে জানিয়েছে, এই হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ইয়েমেনের বিভিন্ন এলাকা বিশেষকরে দেশটির পশ্চিমের হুদায়দা প্রদেশে গত কয়েক মাসে আমেরিকা ও ব্রিটেনের পক্ষ থেকে বহুবার হামলা চালানো হয়েছে। গাজার অসহায় মানুষদের সমর্থনে দখলদার ইসরাইলের ওপর প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইয়েমেন। ইয়েমেনকে এ ধরণের তৎপরতা থেকে বিরত রাখতে ইহুদিবাদী ইসরাইলের ওপর বোমাবর্ষণ করে যাচ্ছে আগ্রাসী শক্তি।


সাম্প্রতিক মাসগুলোতে গাজা উপত্যকায় নিপীড়িত ফিলিস্তিনি জাতির প্রতিরোধের সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী দখলদার শক্তির বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে, তারা ইসরাইল অভিমুখী নৌযানগুলোর ওপর অবরোধ আরোপ করেছে।


ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজায় ইহুদিবাদী ইসরাইলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় গত বছরের (২০২৩) ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু। আর আহত হয়েছে প্রায় এক লাখ। নিখোঁজের সংখ্যাও প্রায় দশ হাজার যাদের বেশিরভাগের লাশ বাড়িঘরের ধ্বংসস্তূপের নীচে পড়ে আছে।

সূত্র: পার্সটুডে।

Related Articles

Back to top button