চলতি সংবাদ

বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে ফের ৪৮ ভারতীয় মৎস্যজীবী আটক

টাইমস ২৪ ডটনেট: বাংলাদেশের অভ্যন্তরে বঙ্গোপসাগরে মাছ শিকারের অভিযোগে ফের ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। খুলনার মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে-সংলগ্ন গভীর সাগর থেকে বৃহস্পতিবার গভীর রাতে ট্রলার (বড় নৌকাসহ) মৎস্যজীবীদের আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনী। শুক্রবার তাদের বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরআগে গত মঙ্গলবার বিকালে নৌ-বাহিনীর জাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে জয় জগন্নাথ ও মা বাসন্তী নামের দুটি ভারতীয় ট্রলিং জাহাজসহ ৩১ মৎস্যজীবীকে আটক করে। তাদের বাড়ি চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে। আটককৃত জেলে ও জাহাজ দুটিকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। মা ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন নিশ্চিত রাখতে ২২ দিন মাছ শিকার বন্ধ রাখে বাংলাদেশের মৎস্য অধিদপ্তর । অভিযোগ, এ সুযোগে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করছে ভারতীয় মৎস্যজীবীরা। এ অপরাধে ফের ভারতীয় পতাকাবাহী ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ মৎস্যজীবীকে আটক করে নৌবাহিনী ও কোস্টগার্ড।
পুলিশ বলছে, গত ১৭ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের নিয়মিত প্যাট্রোলিং চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক ফিশিং ট্রলারের উপস্থিতি লক্ষ্য করা যায়। তথ্যাদি বিশ্লেষণ করে বিদেশি পতাকাবাহী ট্রলার হিসেবে শনাক্ত করা হয়। এ সময় দেশীয় প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে ট্রলার তিনটি বাংলাদেশের জলসীমাতেই আটক করে। মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোস্টগার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের শেষে আটক মৎস্যজীবীদের আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button