সারাদেশ

ফেব্রুয়ারি মাসে ১৫৯ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ১৫৯ কোটি চার লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (০৭ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জব্দ করা চোরাই পণ্যের মধ্যে রয়েছে চার কেজি ৩৩৫ গ্রাম স্বর্ণ, ১০ কেজি রূপা, ২ লাখ ৬২ হাজার ৬৮১টি কসমেটিক্স সামগ্রী, চার হাজার ১৮৮টি ইমিটেশন গহনা, ২১ হাজার সাতটি শাড়ি, ১৯ হাজার ২২৬টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ছয় হাজার ৫৩৪ ঘনফুট কাঠ, দুই হাজার ৬১২ কেজি চা পাতা, ৪০ হাজার ৬৩৫ কেজি কয়লা, দুইটি কষ্টি পাথরের মূর্তি, ছয়টি ট্রাক, দুইটি কাভার্ড ভ্যান, একটি বাস, চারটি পিকআপ, একটি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৩৩টি সিএনজি/ইজিবাইক এবং ৯৪টি মোটরসাইকেল। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, একটি রাইফেল, পাঁচটি এসএমজি, চারটি রিভলবার, নয়টি বিভিন্ন প্রকার বন্দুক, ১৯টি ম্যাগাজিন, চার দশমিক ০১০ কেজি গান পাউডার, ১৬টি হ্যান্ড গ্রেনেড এবং এক হাজার ১১ রাউন্ড গুলি। এছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে সাত লাখ ৭৯ হাজার ৩৪৭টি ইয়াবা ট্যাবলেট, পাঁচ কেজি ১০৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪০ দশমিক ৭৫১ কেজি হেরোইন, ১৩ হাজার ৩৪৬ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ৩০১ বোতল বিদেশি মদ, এক হাজার ৪০০ লিটার বাংলা মদ, ৮২ হাজার ৫২০টি মদ তৈরির ট্যাবলেট, এক হাজার ৯৫২ ক্যান বিয়ার, এক হাজার ৮২০ কেজি গাঁজা, ৫৪ হাজার ৫৮০টি নেশাজাতীয় ইনজেকশন, তিন হাজার ১১৬ বোতল ইস্কাফ সিরাপ, তিন দশমিক ২০০ কেজি কোকেন, ৮৬৩ বোতল এমকেডিল/কফিডিল, চার লাখ ৯৬ হাজার ৭৩৫টি বিভিন্ন প্রকার ওষুধ, চার হাজার ৬৯৭টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৫০০ গ্রাম এলএসডি, ৯৭ প্যাকেট কীটনাশক এবং এক লাখ ৬৭ হাজার ৮৫৯টি অন্যান্য ট্যাবলেট। সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১২১ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩২৭ জন বাংলাদেশি নাগরিক, ১০ জন ভারতীয় নাগরিক এবং ৪৩৫ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button