English

এবার হিন্দি ছবিতে শাকিব খানের দুলাভাই!

টাইমস ২৪ ডটনেট: খরাজকে বাংলাদেশের মানুষ চেনেনা বললে ভুল হবে। শাকিব খানের ‘শিকারী’ ছবিতে নকল দুলাভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল কলকাতার শক্তিশালী অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে। যাকে কিনা শাকিব খান তাকে টোপ আকারে ব্যবহার করে জমিদার বাড়ীতে ঢুকতে দেখা গিয়েছিল। তিনি মূলত কলকাতা বাংলা ছবিতে তিনি চর্চিত অভিনেতা। এর আগেও সমান্তরালে হিন্দি ছবিতেও অভিনয় করে দর্শকের মন জয় করেছেন খরাজ। সূত্রের খবর, খুব শীঘ্র হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন খরাজ। বছরের শুরুতেই দুটি হিন্দি ছবির শুটিং করতে পারেন তিনি। বলিউডে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজি’র মাধ্যমেই পরিচালক সুভাষ কপূর প্রচারের আলোয় এসেছিলেন। প্রথম দুটো পর্বের পর পরিচালক এ বার ছবির তৃতীয় পর্বের প্রস্তুতি নিচ্ছেন। প্রথম পর্বে নামভূমিকায় অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি। দ্বিতীয় পর্বে তাঁর জায়গায় আসেন অক্ষয় কুমার। তবে শোনা যাচ্ছে, জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় পর্বে অক্ষয় ও আরশাদ দু’জনেই থাকবেন। আগের ছবিগুলির মতোই কমেডির মোড়কে কোনও সামাজিক সমস্যা নিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করা হবে। সূত্রের খবর, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব এসেছে খরাজের কাছে। পরিচালক নাকি নিজেই ফোন করে খরাজকে প্রস্তাব দিয়েছেন। অভিনেতাও নাকি রাজি হয়েছেন। কয়েক মাসের মধ্যেই কলকাতার বাইরে এই ছবির শুটিং হওয়ার কথা।

অন্য দিকে, আগামী মার্চ-এপ্রিল নাগাদ কলকাতায় ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং শুরু হতে পারে বলে খবর। সে ক্ষেত্রে শহরে আসতে পারেন কার্তিক আরিয়ান ও বিদ্যা বালন। সূত্রের দাবি, এই ছবিতেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন খরাজ। উল্লেখ্য, অনিস বাজ়মি পরিচালিত এই ছবির কয়েকটি চরিত্রের জন্য টলিপাড়ার আরও কয়েক জন অভিনেতা অডিশন দিয়েছেন। কিন্তু কারা সুযোগ পেয়েছেন তা এখনও চূড়ান্ত নয়। তবে খরাজ রয়েছেন।

গত বছর দর্শক ‘মিশন রানিগঞ্জ’ ছবিতে এবং ‘টুথ পরী’র মতো হিন্দি ওয়েব সিরিজ়ে খরাজের অভিনয় দেখেছেন। এখন নতুন ছবিতে তিনি দর্শকদের সামনে কী চমক দিবেন তিনি।

Related Articles

Back to top button