টাইমস ২৪ ডটনেট: পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে সেদেশের বেলুচিস্তান প্রদেশে ৫ সন্ত্রাসী নিহত হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানায় বালুচিস্তান প্রদেশের প্রাদেশিক মুখপাত্র জান আচেক জাঈ বলেছেন: ওই প্রদেশে সন্ত্রাসী হামলা প্রতিহত করতে সেনাবাহিনী অভিযান চালায়। তাদের অভিযানে বালুচ বিচ্ছিন্নতাবাদীদের সাথে জড়িত অন্তত ৫ সন্ত্রাসী নিহত হয়। বালুচিস্তান প্রদেশের মাচ শহরে আজ ওই ঘটনা ঘটে। আচেক জাঈ আরও বলেন: সন্ত্রাসীরা মাচ শহরের একটি পুলিশ স্টেশন, কারাগার এবং হাসপাতালে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। খবর পেয়ে সেনাবাহিনী অবিলম্বে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়।
পাকিস্তানের নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে ওই এলাকায় নিযুক্ত সেনারা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের ওপর একযোগে হামলা চালাতে সক্ষম হয়। বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠিগুলো পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে। এই গোষ্ঠি অসংখ্য বিস্ফোরণ, সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার দায়িত্ব স্বীকার করেছে।
সূত্র: পার্সটুডে।