টাইমস ২৪ ডটনেট: চলমান তীব্র শীতে বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, ঢাকা এর অধীনস্থ ঢাকা ব্যাটালিয়ন (৫ ও ২৬ বিজিবি) কর্তৃক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হয়। অদ্য ১৮ই জানুয়ারি ২০২৪ তারিখ বিজিবি সেক্টর সদর দপ্তর, ঢাকার পক্ষ হতে ঢাকাস্থ লালবাগ থানার অধীনস্থ নবাবগঞ্জ পার্ক এলাকায় বসবাসরত ০১ হাজার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (৭০০টি কম্বল, ১৫০টি শাল এবং ১৫০টি মাফলার) বিতরণ করা হয়েছে। উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, বিজিবিএম (বার), পিবিজিএম, এমফিল সেক্টর কমান্ডার, বিজিবি, সেক্টর সদর দপ্তর, ঢাকা। এ সময় সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমন্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় সব সময়ই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারা দেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিজিবির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে সেক্টর সদর দপ্তর, ঢাকাসহ ঢাকা ব্যাটালিয়ন (৫/২৬ বিজিবি) এর অধিনায়ক ও বিজিবি’র অন্যান্য কর্মকর্তা, পুলিশ, র্যাব ও আনসার ভিডিপি’র উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।