বাংলাদেশ

আয়কর বিভাগে পদোন্নতির নিমিত্তে জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ: সংকটে করপরিদর্শকগন

টাইমস ২৪ ডটনেট: জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগে কর্মরত কর পরিদর্শকদের জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন নিয়ে কর প্রশাসনের কর্তা-ব্যক্তিদের স্বেচ্ছা চারিতা স্মরণকালের সকল সীমা অতিক্রম করেছে৷ কর প্রশাসনে প্রনীত গত ২১ মে ২০২৩ইং তারিখে যে কর পরিদর্শকের অবস্থান ছিলো ১০২ সেই কর পরিদর্শক নতুন প্রনীত ২৭ ডিসেম্বর ২০২৩ইং তারিখে প্রকাশিত তালিকায় ০৬ নম্বরে অবস্থান করছে ৷ তিনি কর প্রশাসনের প্রভাবশালী এক কর্মকর্তার সহোদর বড় বোন ৷ ঐ কর্মকর্তা তার বর্তমান পদে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন পদের বদলী, পদোন্নতি এবং পদায়নে নিজের স্বার্থ সংশ্লিষ্ট সিন্ধান্ত নিয়ে যাচ্ছেন এবং একটি নির্দিষ্ট অনুসারিবর্গ তৈরি করে চলেছে বলে অনুসন্ধানে জানা যায় ৷ ঐ কর্মকর্তা চট্রগ্রামের বহু কোম্পানী এবং ব্যক্তিবর্গের আনঅফিশিয়াল আয়কর পরামর্শদাতা হিসেবে সুবিধাদি নিয়ে থাকেন, এবং তার নির্দেশনা মোতাবেক কর কর্মকর্তাদের ঐ সকল কোম্পানী এবং ব্যক্তিবর্গের আয়কর নথি সকল দেখাশোনা করতে নির্দেশ দেন ৷ ২০২৭ সালের প্রথমার্ধ পর্যন্ত তার চাকুরীর মেয়াদ থাকায় তিনি হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য ৷ নির্দিষ্ট সংখ্যক কর পরিদর্শকে সুবিধা দিয়ে তাদেরকে অতিরিক্ত সহকারী কর কমিশনার করার নিমিত্তে তিনি গত ২৭ ডিসেম্বর ২০২৩ইং তারিখে একটি চুরান্ত খসরা প্রকাশ করেন এবং পছন্দের কর পরিদর্শকদের থেকে তার ব্যক্তিস্বার্থ সংশ্লিষ্ট সুবিধা নিয়েছেন বলে সূত্র জানায়, তার এই দুর্নীতির অন্যতম সহযোগী হিসেবে আছেন প্রশাসন ক্যাডার থেকে প্রেষনে আসা এক কর্মকর্তা, এই দুর্নীতিবাজ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা গত ৩ বছরে অধিক সময় ধরে আয়কর ক্যাডারের কর্মকর্তা ও কর পরিদর্শকদের বদলী বানিজ্য করে নিজেকে অপ্রতিরোধ্য এক অবস্থানে নিয়ে গিয়েছেন ৷ জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষেত্রে তিনি চেয়ারম্যানের ঘনিষ্ট হিসেবে পরিচিত, বিভাগীয় কর পরিদর্শকদের গ্রেডেশনের ক্ষেত্রে জনপ্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা মানা হয়নি ৷ নন ক্যাডার কর পরিদর্শকদের ক্ষেত্রে ও পিএসসি কর্তৃক নির্নীত মেধাতালিকা অনুসরন করা হয়নি ৷ স্বেচ্ছাচারিতা এবং নিজস্ব স্বার্থ হাসিলের এই চক্রান্তে উপরোক্ত দুই কর্মকর্তার এরুপ প্রভুসুলভ আচরন মানতে পারছেনা বঞ্চিত কর পরিদর্শকগন ৷ কয়েক জন কর পরিদর্শকদের সাথে কথা বলে জানা যায়, তারা আদালতের দারস্থ হবার প্রস্তুতি নিচ্ছেন, এছাড়া প্রকাশিত গ্রেডেশন তালিকায় যাদেরকে সুবিধা দিয়ে জ্যেষ্ঠতা প্রদান করা হয়েছে, তারা চাকুরীর শুরুতে সমপদে নয় নিম্নপদেও চাকুরীতে ছিলনা, তাদের মধ্যে বহুসংখ্যক কর পরিদর্শক ৩,৫,৭ বছর পর নিম্নপদে যোগদান করে বলে সূত্র জানায়, এ সমস্ত বিষয়াদির পরিপ্রেক্ষিতে কর পরিদর্শকগন এই জ্যেষ্ঠতা তালিকাকে আয়কর অনুবিভাগের ইতিহাসের জঘন্যতম পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন ৷

Related Articles

Back to top button