topআন্তর্জাতিক

গাজায় ‘নতুন প্রাণঘাতি অস্ত্র’ ব্যবহার করছে ইসরাইল

টাইমস ২৪ ডটনেট, ঢাকা : গাজার জনগণের বিরুদ্ধে ইসরাইল ‘নতুন প্রাণঘাতি অস্ত্র’ ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন গাজা শহরের আল-শিফা হাসপাতালের মহাপরিচালক মোহাম্মদ আবু সালমিয়া।বুধবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মহাপরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেছেন, বর্তমান যুদ্ধে যে ধরনের ক্ষত ও জখম হয়েছে তা তিনি আগে কখনো দেখেননি। আল জাজিরার সাথে একটি সাক্ষাতকারে আবু সালমিয়া বলেন, ইসরাইলের ‘নতুন প্রাণঘাতি অস্ত্র’ ব্যবহারের কারণেই গাজার জনগণ এত ক্ষত ও জখম হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৫ হাজার ৭০০ ছাড়িয়েছে।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে। বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

 

Related Articles

Back to top button