গত ৯ আগস্ট ২০২৩ ইং দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইনে ‘স্কুলের জায়গায় অনুমোদনহীন মার্কেট নির্মাণ’ শিরোনামে প্রকাশিত সংবাদের
দৃষ্টিগোচর হয়েছে রাজউক মহাখালী জোনাল অফিস ৩/১-এর পরিচালক তানজিনা সারোয়ার, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস মিয়া, ইমারত পরিদর্শক মো. মুরাদ হোসেনের। তারা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ করেছেন। অনুমোদনহীন মার্কেট ও বাড়ি নির্মাণ করলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান চালিয়ে উচ্ছেদ করে। রাজউকের নকশা বহির্ভূত ভবনের অংশ উচ্ছেদ ও জেল জরিমানা করে। রাজউক কখনো নকশা বহির্ভূত মার্কেট ভবন নির্মানের অনুমোদন দেয় না। অথচ দৈনিক ইত্তেফাক অনলাইনে ৪০ লাখ টাকা ঘুষ দিয়ে নকশা বহির্ভূত মার্কেট ভবন নির্মাণে অভিযোগ আনা হয়েছে যা আদৌ সত্য নয়। প্রতিবেদক অভিযুক্তদের কোন বক্তব্য না নিয়ে একটি অপরাধী চক্রের পক্ষ নিয়ে সংবাদটি প্রকাশ করেছে যা রাজউক মহাখালী জোনাল অফিস ৩/১-এর পরিচালক তানজিনা সারোয়ার, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস মিয়া, ইমারত পরিদর্শক মো. মুরাদ হোসেনের মানহানি হয়েছে। প্রকাশিত সংবাদে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা আদৌ সত্য নয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত। তাই তারা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ করেছেন।
টাইমস/৮৯১/২৩এস-হা/বিজ্ঞাপন।