topআন্তর্জাতিক

রাশিয়ার ‘কঠিন’ প্রতিরোধ ভেদ করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক: বহুল প্রতীক্ষার পর পশ্চিমাদের অস্ত্র নিয়ে গত জুনে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। দুই মাস কেটে গেলেও এই অভিযানে আশানুরূপ ফলাফলের দেখা পায়নি তারা। তবে ইউক্রেনের সেনাবাহিনীর এক কমান্ডার দাবি করেছেন, দক্ষিণ দিকে রুশ বাহিনীর সবচেয়ে কঠিন প্রতিরোধ ভেদ করতে সমর্থ হয়েছেন তারা। এখন দ্রুত গতিতে সেদিকে তারা এগিয়ে যেতে পারবেন। ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর আগে বিস্তৃত অঞ্চলজুড়ে পরিখা খনন ও মাইন পুঁতে রুশ সেনারা। আর এসব মাইনই ইউক্রেনীয়দের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে এ কমান্ডার দাবি করেছেন, সেই মাইন পুঁতে রাখা অঞ্চল পার করতে সমর্থ হয়েছেন তারা।ইউক্রেনের সেনারা গত বুধবার জানায় তারা দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া অঞ্চলের রোবোতেনেতে আবারও ইউক্রেনের পতাকা উড়িয়েছেন। যা যুদ্ধের সম্মুখভাগের শহর ওরিখিভ থেকে ১০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত। এছাড়া মালা তোকমাখা গ্রামেও সাফল্য পাওয়ার দাবি করেছে তারা।
রোবোতেনেতে ইউক্রেনীয় সেনাদের নেতৃত্ব দেওয়া এই কমান্ডার বলেছেন, ‘আমরা এখানেই থামব না। আমাদের পরবর্তী লক্ষ্য হলো বারদিয়ান্স শহর… এরপর আরও। আমি আমার যোদ্ধাদের কাছে এটি পরিষ্কার করেছি: আমাদের লক্ষ্য রোবোতেনে নয়। আমাদের লক্ষ্য হলো আজভ সাগর।’রাশিয়ার সবচেয়ে কঠিন প্রতিরোধ ভেদ করার ব্যাপারে এ ইউক্রেনীয় কমান্ডার বলেছেন, ‘যে প্রধান সড়কটিতে মাইন পোঁতা ছিল আমরা সেটি অতিক্রম করেছি। আমরা সেসব লাইনে আসছি যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারব। আমি নিশ্চিত আমরা এখান থেকে দ্রুত সামনে এগিয়ে যেতে পারব।’তিনি জানিয়েছেন, ইউক্রেনীয় সেনারা এখন সেসব অঞ্চলে প্রবেশ করেছেন যেখানে ‘শুধুমাত্র রাশিয়ার লজিস্টিক গ্রুপ’ ছিল। তার দাবি, তিনি কখনো মনে করেননি রাশিয়ার প্রতিরোধ ভাঙা কঠিন হবে। রয়টার্সকে এ কমান্ডার বলেছেন, ‘আমরা আমাদের সব অঞ্চল স্বাধীন করতে এগিয়ে যাচ্ছি।’

সূত্র: রয়টার্স ও ঢাকা পোষ্ট।

Related Articles

Back to top button