টাইমস ২৪ ডটনেট, ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াজিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে অন্তত ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে আফগানিস্তান সীমান্ত লাগোয়া অঞ্চলটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, সামরিক বাহিনীর পালটা গুলিতে চার জঙ্গি নিহত ও দুইজন আহত হয়েছেন। খবর ডন ও জিয়ো নিউজের।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানের আসমান মানজা এলাকায় বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ওই এলাকায় আরও সন্ত্রাসীদের গ্রেফতারে একটি ক্লিয়ারেন্স অপারেশন চালানো হচ্ছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ওয়াজিরিস্তান জেলার অবস্থান। এই জেলাটি পাকিস্তানের স্থানীয় জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে রূপ নিয়েছে। সেখানকার স্থানীয় জঙ্গিগোষ্ঠীর সদস্যরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকার ও আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে লড়াই করে আসছে।