টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বাংলাদেশে উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা জামালপুরে দুষ্কৃতীর হামলায় খুন হয়েছেন একজন সাংবাদিক।নিহত গোলাম রাব্বানী নাদিম ঢাকার অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ও তার সহকর্মী আল মুজাহিদ বাবু। পথে বকশিগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে সামনে থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়। এরপর অস্ত্রধারী ১০-১২ জন দুষ্কৃতী তাকে টেনে-হিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে আঘাত করে। সেসময় সহকর্মী মুজাহিদ তাদের আটকাতে গেলে তাকেও মারধর করা হয়।মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক আল মুজাহিদ বাবু জানান, একব্যক্তির অপকর্ম নিয়ে নাদিম নিউজ করেছিলেন। এরপর হুমকি-ধামকি এবং ডিজিটাল আইনে মামলাও করা হয়। সেই মামলা বুধবার ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছেন। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল। এর দুই তিন ঘণ্টা পর রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে নাদিমের ওপর হামলা হয়। নিহত গোলাম রব্বানির স্ত্রী মনিরা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে।জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন জানান, নিহত সাংবাদিকের ওপর হামলাকারীদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের পাঁচটি দল মাঠে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা হবে। এর আগে ১১ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার মধ্যবাজার এলাকায় গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা হয়। তাকে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিও করা হয়।