টাইমস ২৪ ডটনেট: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের সমর্থকদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের চার শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এদিকে হামলার প্রতিবাদে চানখারপুল হানিফ ফ্লাইওভার সড়ক (বার্ন ইনস্টিটিউটের পাশে) অবরোধ করে রেখেছেন ঢাবি শিক্ষার্থীরা।তারা বলছেন, ঘটনাস্থলে কাউন্সিলর মানিক যতক্ষণ পর্যন্ত হাজির না হবেন ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ প্রত্যাহার করবেন না। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছিলেন ঢাবি শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ঢাকা মেডিকেল এলাকা, গুলিস্তান এবং মেয়র হানিফ ফ্লাইওভারের দুই পাশে তীব্র যানজট দেখা দিয়েছে।আহত শিক্ষার্থীরা হলেন, রায়হান, নিপু, সজীব ও কাউসার।
অমর একুশে হলের শিক্ষার্থী মাসুম বলেন, আমাদের হলের সামনে সবসময় যানজট লেগে থাকে। আজ সন্ধ্যার আগে আমাদের কিছু সিনিয়র ভাই সেখানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের সমর্থকরা ১০ থেকে ১৫টি মোটরসাইকেল নিয়ে উল্টা পথে আসেন। আমাদের এক সিনিয়র ভাই, তাদের কাছে উল্টা পথে আসার কারণ জানতে চাইলে মারধর শুরু করে। এতে চার শিক্ষার্থী আহত হন। এ সময় ছাত্রদের বাঁচাতে হলের স্টাফরা এগিয়ে আসলে তাদেরও মারপিট করে কাউন্সিলরের সমর্থকরা। ঘটনার সময় কাউন্সিলর মানিক সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি অস্ত্র প্রদর্শন করেন।
তিনি আরও বলেন, মারধরের এক পর্যায়ে মানিকের সমর্থকরা চানখারপুল মোড়ে এসে ট্রাফিক পুলিশের কাছ থেকে লাঠি নিয়ে আবার শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করে। এতে আমাদের কয়েকজন বড় ভাই আহত হন। তাদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। নিপুর মাথায় ৬টা সেলাই দেওয়া হয়েছে। কাউসার ভাইও হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।তবে পুলিশের একটি সূত্র জানায়, শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। কিন্তু পুলিশের আশ্বাসে রাজি হচ্ছেন না শিক্ষার্থীরা। সূত্র: যুগান্তর অনলাইন।