topআন্তর্জাতিক

পাঁচ ফিলিস্তিনি নিহত, অভিযোগ ইসরাইলের দিকে

টাইমস ২৪ ডটনেট: পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন জেনারেল কমান্ডের (পিএফএলপি-জিসি) দাবি, সিরিয়া সীমান্তের কাছে পূর্ব লেবাননে বিস্ফোরণে সংগঠনের পাঁচজন সদস্য নিহত হওয়ার পেছনে ইসরাইল দায়ী। তবে ইসরাইল বিষয়টি অস্বীকার করেছে। খবর আলজাজিরার। পিএফএলপি-জিসির শীর্ষ কর্মকর্তা আনোয়ার রাজা জানান, বুধবার লেবাননের কুসায়া শহরে তাদের স্থাপনায় বুধবার আঘাত হানে ইসরাইল। এতে ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
লেবানিজ ও ফিলিস্তিনি সোর্স থেকে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। পুরোনো একটি রকেট অস্ত্রাগারে নেওয়ার সময় কিংবা মাইনগুলো সরানোর সময় বিস্ফোরণ ঘটে। লেবানন-ভিত্তিক আরেকজন পিএফএলপি-জিসি কর্মকর্তা আবু ওয়ায়েল ইসাম জানান, তার দল ‘উপযুক্ত সময়ে’ প্রতিশোধ নেবে। ইসরাইলি সৈন্যদের বিরুদ্ধে বাড়তে থাকা যুদ্ধ থেকে তার দলকে কোনোভাবেই বিরত রাখা যাবে না।

Related Articles

Back to top button