সারাদেশ

ইজ অন হুইলস- কর্মহীন মানুষদের পাশে দাড়াচ্ছে জেসিআই ঢাকা কসমোপলিটন

টাইমস ২৪ ডটনেট: জেসিআই ঢাকা কসমোপলিটন যৌথ প্রযোজনায় সিদরাহ ফাউন্ডেশন সেসব বেকার মানুষদের পাশে দাড়াচ্ছে যারা করোনা অতিমারীতে হয়েছিল কর্ম হীন। দিনাজপুরের আর্থিকভাবে অসচ্ছল তিনটি পরিবারকে মটর চালিত ভ্যান প্রদান করা হয়েছে যেন তারা এই যানবাহন গুলো যাত্রী ও পণ্য পরিবহণে, ফলমূল ও শাকসবজি বিক্রয়ের কাজে ব্যবহার করতে পারে এবং এর সাহায্যে তাদের পরিবারের জন্য স্থিতিশীল আয়ের ব্যবস্থা করতে পারে। গত বছর জেসিআই ঢাকা কসমোপলিটন একটি ভ্যান প্রদান করেছিলো। এবছর মোট ৫ টি বিতরণ করা হবে। এখন ৩ টি করা হয়েছে এবং কয়েক মাস পর আরো ২টি করা হবে। ভবিষ্যতে, আমরা এই ভ্যানগুলোর সর্বাধিক ব্যবহার এবং রাজস্বের ধারাবাহিক উৎস নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করবো। আপনি একজন মানুষকে সাহায্য করে পুরো পৃথিবীকে বদলাতে পারবেন না, তবে সেই মানুষটির পুরো পৃথিবী বদলে দিতে পারবেন। ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সমাজের উন্নয়নই জেসিআই ঢাকা কসমোপলিটনের মূলমন্ত্র। সেইসাথে, আমরা সিদরাহ ফাউনডেশনের পূর্ণ সমর্থন ও সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে থাকার জন্য তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন একটি নিবেদিত প্রাণ এবং উৎসুক দলের সাথে কাজ করতে পারা এক পরম আনন্দের অনুভূতি । সামনে একই লক্ষ্যে একসাথে কাজ করার প্রত্যাশায়। আপনাদের কঠোর পরিশ্রম ও একাগ্রতা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আবারও সিদরাহ ফাউনডেশনের পুরো দলকে অসংখ্য ধন্যবাদ। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) হল তরুণ সক্রিয় নাগরিকদের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় এবং বিশ্বব্যাপী নেটওয়ার্ক যা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস, মিসৌরিতে সদর দপ্তর অবস্থিত। বর্তমানে, সমাজের উন্নয়ন ও উন্নতির জন্য জেসিআই বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে ৫০০০ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। জেসিআই ঢাকা কসমোপলিটন হল জেসিআই বাংলাদেশের অন্যতম অধ্যায়। এটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং দৃঢ়ভাবে এগিয়ে চলছে। জেসিআই ঢাকা কসমোপলিটন নারীর ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য, নাগরিক অধিকার, আইনগত সমর্থন ইত্যাদির উপর দৃষ্টি নিবদ্ধ করে গত দশ বছরে অসংখ্য প্রকল্প সম্পন্ন করেছে। এটি তরুণ পেশাদার এবং উদ্যোক্তা দের একটি গতিশীল নেটওয়ার্ক ব্যবস্থা।

Related Articles

Back to top button