সারাদেশ

বান্দরবানে দুই পক্ষের গুলিযুদ্ধে নিহত ৮

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: পাবত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুই পক্ষের গুলিযুদ্ধে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার খামতাংপাড়ায় এই ঘটনা। আধিপত্য বিস্তার নিয়ে গুলিযুদ্ধ হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।স্থানীয়রা জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সেখানে দুষ্কতি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিযুদ্ধ ঘটে। ওই ঘটনার পর পাড়ার বেশির ভাগ বাসিন্দা রুমা ও রোয়াংছড়ি উপজেলায় এসে আশ্রয় নেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) আব্দুল মান্নান জানান, গোলযোগ শুরু বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পর থেকেই দুইপক্ষের মধ্যে গুলিযুদ্ধ ঘটে। নিহতদের পরনে ‘ইউনিফর্ম’ রয়েছে। তবে এখনো তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রোয়াংছ‌ড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে দুটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনার পর আতঙ্কে বেশ কিছু এলাকাবাসী পালিয়ে এসে রোয়াংছ‌ড়িতে অবস্থান করছেন। তাদের খাবার দেওয়া হচ্ছে। কোন সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. তা‌রিকুল ইসলাম ব‌লেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আমরা খবর পাই রোয়াংছড়ি উপজেলার খামতামপাড়ায় কিছু মরদেহ পড়ে আছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। যতটুকু জেনেছি দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে। যারা নিহত হয়েছেন তাদের কারো নাম-ঠিকানা এখনো শনাক্ত করতে পারিনি। আমাদের অনুসন্ধান অব্যাহত আছে।

Related Articles

Back to top button