topআন্তর্জাতিক

মঙ্গলবার ন্যাটোতে যোগ দেবে ফিনল্যান্ড

টাইমস ২৪ ডটনেট: অবশেষে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছে ফিনল্যান্ড। মঙ্গলবার (৪ এপ্রিল) দেশটি আনুষ্ঠানিকভাবে এ সামরিক জোটে যোগ দেবে। সোমবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার। সোমবার ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার আমরা ফিনল্যান্ডকে ৩১তম সদস্য হিসেবে স্বাগত জানাব।’গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর গত মে মাসে ফিনল্যান্ড এবং প্রতিবেশী সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করে।তবে এতদিন তুরস্ক ও হাঙ্গেরির বাধার কারণে ন্যাটোর সদস্য হতে পারেনি ফিনল্যান্ড। ন্যাটো জোটে নতুন কোনো দেশকে সদস্য হতে হলে জোটের সব সদস্য দেশের অনুমোদনের প্রয়োজন হয়। গত বৃহস্পতিবার তুরস্ক ফিনল্যান্ডের ওপর থেকে বাধা তুলে নেয়। দেশটির পার্লামেন্টে উপস্থিত আইনপ্রণেতাদের মধ্যে ২৭৬ জন ন্যাটোতে ফিনল্যান্ডের সদস্যপদ পাওয়ার প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর একদিন আগে, ন্যাটোর সদস্য দেশ হাঙ্গেরির পার্লামেন্টেও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টির প্রস্তাব পাশ হয়।

Related Articles

Back to top button