টাইমস ২৪ ডটনেট: স্থানীয় পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ সাংবাদিকদের জানান, গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেয়া হয়েছে, তবে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, এল পাসোর সিয়েলো ভিস্তা মলের ওই ঘটনায় আরও একজনকে হেফাজতে নিয়েছে বাহিনীটি। যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো এলাকায় বুধবার শপিং মলে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ সাংবাদিকদের জানান, গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেয়া হয়েছে, তবে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, এল পাসোর সিয়েলো ভিস্তা মলের ওই ঘটনায় আরও একজনকে হেফাজতে নিয়েছে বাহিনীটি। বার্তা সংস্থা রয়টার্সের বৃহস্পতিবারের প্রতিবেদনে জানানো হয়, বন্দুক হামলার কারণ জানা যায়নি। পুলিশ কর্মকর্তা গোমেজ বলেন, ‘পরিস্থিতি গোলমেলে ছিল। লোকজন দৌড়াচ্ছিল। তাদের মধ্যে আতঙ্ক ছিল। ‘আমি যেমনটা বলছিলাম, শপিং মলে গুলি চালানো হয়। এতে আতঙ্কের সৃষ্টি হয়।’ গুলির ঘটনার পর পুলিশ শপিং এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেয়। সংবাদমাধ্যমে প্রচারিত ঘটনার ফুটেজে দেখা যায়, শপিং মলের পার্কিং স্পেস ভরে গেছে পুলিশের টহল গাড়িতে। আহত ব্যক্তির অবস্থা নিয়ে কিছু জানতে পারেননি বলে সাংবাদিকদের জানান গোমেজ। তার ভাষ্য, সংশ্লিষ্ট ইউনিটগুলো শপিং মল ফাঁকা করছে। তারা প্রত্যক্ষদর্শীদের জড়ো করছে। সিয়েলো ভিসতা শপিং মলটি ওয়ালমার্টের স্টোরের পাশে। ২০১৯ সালের ৩ আগস্ট ওয়ালমার্টের স্টোরটিতে বন্দুকধারীর গুলিতে ২৩ জন নিহত হয়েছিল।