বাংলাদেশ

কেশরগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের অফিস উদ্বোধন

মো: আ: জব্বার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের নির্বাচনী এলাকা ৫টি ইউনিয়নের কেন্দ্রস্থল কেশরগঞ্জ বাজারে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের কান্ডারী মজলুম জননেতা অধ্যাপক মো: জসিম উদ্দিনের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য অফিস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় ঘোড়া প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের কান্ডারী মজলুম জননেতা অধ্যাপক মো: জসিম উদ্দিন।
অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আর.জে.এম. সেলিম রেজা তালুকদার। মো: আব্দুল খালেক মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন কেশরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক মো: আব্দুল মালেক। এ সময় এ অঞ্চলের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে কেশরগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মজলুম জননেতা অধ্যাপক জসিম উদ্দিন।

Related Articles

Back to top button