‘প্রান্তিকের অধিকার রক্ষায় আমরাই সাহসী কদম ফেলেছি: ঢাকা-১০ আসনে জাপা প্রার্থী বহ্নি বেপারী’

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, জাতীয় নির্বাচন বা গণভোট যাই হোক না কেন, প্রান্তিক মানুষের অধিকার আদায়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখনও কোনো বলিষ্ঠ আওয়াজ বা স্পষ্ট প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে হোটেল বেঙ্গল ব্লুবেরিতে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১০ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী বহ্নি বেপারী বলেন, ‘বেশিরভাগ বড় রাজনৈতিক দল নারী প্রার্থী দিতে কার্পণ্য করেছে, সেখানে প্রান্তিক নারীদের কথা তো ভাবাই দূরহ। তবে এ ক্ষেত্রে জাতীয় পার্টি ব্যতিক্রম। আমাদের দল হিন্দু নারী ও মারমা নারীদের মনোনয়ন দিয়েছে, যারা মূলত প্রান্তিকের মধ্যেও সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী।’
তিনি আরও যোগ করেন, ‘জাতীয় পার্টি ধর্ম, জাতিসত্তা বা লিঙ্গভেদে নয়, বরং মানুষের অধিকারের রাজনীতি করে। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লড়াইয়ে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং থাকব।’
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ক্রিশ্চিয়ান এইড-এর সহযোগিতায় আয়োজিত এই সভায় আমন্ত্রিত বক্তারা তৃণমূল পর্যায়ে বৈষম্য দূরীকরণ এবং আসন্ন নির্বাচনে প্রান্তিক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আমরাই পারি’ জোটের প্রধান নির্বাহী জিনাত আরা হক।
সভায় বক্তারা আরও বলেন, কেবল ভোট ব্যাংক হিসেবে নয়, বরং নীতিনির্ধারণী পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করলেই গণতন্ত্রের প্রকৃত সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।



