বাংলাদেশ

মেট্রোপলিটন প্রেসক্লাবের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল

টাইমস ২৪ ডটনেট : মেট্রোপলিটন প্রেসক্লাবের উদ্যোগে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ মাগরিব রাজধানীর উত্তরা সেক্টর-৪ এর ২০/ডি রোডে অবস্থিত মেট্রোপলিটন প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি এইচ আর হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মিজান বিন নূরসহ ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে অংশ নেন।
সন্ধ্যা ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও গণমাধ্যমকর্মীদের কল্যাণ কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে মেট্রোপলিটন প্রেসক্লাবের পক্ষ থেকে আগত অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, মেট্রোপলিটন প্রেসক্লাব নিয়মিতভাবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক মূল্যবোধ সংশ্লিষ্ট নানা কর্মসূচি আয়োজন করে আসছে।

Related Articles

Back to top button