দুই চোখের রাজনীতি

মাখদুম সামি কল্লোল
এক চোখে তুমি দেখো দূরের মানচিত্র,
তেলের গন্ধে ভেজা ভেনেজুয়েলার রাত,
বলো— সাম্রাজ্যবাদ নিপাত যাক,
মাদুরো তখন তোমার কবিতার নায়ক।
আরেক চোখে অদ্ভুত অন্ধকার,
নিজের উঠোনে আগুন জ্বললেও দেখো না,
এখানে ক্ষমতা উল্টালে নাম দাও বিপ্লব,
এখানে বিদেশি হাত মানেই মুক্তি।
একই হেলিকপ্টার আকাশ চিরে নামলে
ওখানে সেটা অপহরণ,
এখানে সেটা “জনতার ইচ্ছা”।
একই সেনাবাহিনী বিশ্বাসঘাতক হলে
ওখানে ষড়যন্ত্র,
এখানে ন্যায়ের হাত।
তুমি বলো দেশপ্রেম,
কিন্তু মানচিত্র বদলালেই শব্দের মানে বদলায়।
তুমি বলো সাম্রাজ্যবাদ,
কিন্তু ডলার এলে কণ্ঠটা নরম হয়ে যায়।
মাদুরো তেল না দিলে বাঁচে না,
শেখ হাসিনা না দিলে মরতে হয়—
এই দুই সমীকরণ
একই খাতায় কেন লিখো না?
তুমি দুই পাশে দাঁড়িয়ে
একই স্লোগান ভাঙো দুই ভাষায়,
একটায় প্রতিবাদ,
আরেকটায় উদযাপন।
এই কবিতা কোনো নেতার জন্য নয়,
এটা আয়নার সামনে দাঁড়ানো মানুষের জন্য।
যে মানুষ দূরের অন্যায় চিনতে পারে,
কিন্তু নিজের দেশের প্রশ্নে
ইচ্ছাকৃতভাবে অন্ধ হয়ে থাকে।
দেশ বোঝা মানে শুধু শ্লোগান নয়,
দেশ বোঝা মানে
দুই চোখ খুলে সত্যটা দেখা।
=== •°•===•°•===•°•===



