ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে “গিফট এ চাইল্ডহুড”-এর উদ্বোধন

এম. হাশিম আলি, সংবাদদাতা, ডিব্রুগড়: আসামের ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের সামাজিক কর্ম অধ্যয়ন কেন্দ্রের উদ্যোগে “গিফট এ চাইল্ডহুড” শীর্ষক একটি সামাজিকভাবে সচেতন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আজ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় অতিথিশালার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আসাম ও উত্তর-পূর্বাঞ্চলের আর্থিকভাবে দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মধ্যে আনন্দ, সৃজনশীলতা ও শিক্ষার সুযোগ বৃদ্ধি করা। এই উদ্যোগের মাধ্যমে নতুন অথবা ব্যবহৃত খেলনা, শিশুদের বই, শিল্প সামগ্রী, ক্রীড়া উপকরণ এবং বাদ্যযন্ত্র সংগ্রহ করে সুশৃঙ্খলভাবে বিতরণ করা হবে।অনুষ্ঠানের শুরুতে ড. আনচাই বাথৌ বসুমতারি স্বাগত ভাষণ প্রদান করেন এবং ড. মনোজ দত্ত এই উদ্যোগের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। তিনি উল্লেখ করেন যে এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের একটি অর্থবহ শৈশব উপহার দিতে সহায়ক হতে পারে। পাশাপাশি, তিনি পুনর্ব্যবহার ও পুনঃচক্রায়নের গুরুত্বকে এই উদ্যোগের মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন।উদ্বোধনী ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিতেন হাজরিকা শিশু উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে এমন একটি সমাজমুখী উদ্যোগ গ্রহণ করার জন্য সামাজিক কর্ম অধ্যয়ন কেন্দ্রকে অভিনন্দন জানান। তিনি আরও আশ্বাস দেন যে প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহায়তা ও সুবিধা প্রদান করবে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পরমানন্দ সোনোয়াল কেন্দ্রের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন, প্রাতিষ্ঠানিক সহায়তার কথা জানান এবং ব্যক্তিগতভাবে অনুদান দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। প্রাক্তন অধ্যাপক জয়ন্ত বরবৰুৱা উদ্যোগটির প্রশংসা করেন এবং একটি দোলনা দান করার প্রতিশ্রুতি দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও প্রবীণ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের ব্যাপকভাবে উৎসাহিত করে। এর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরাও নিজেদের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী দান করেন এবং ভবিষ্যতেও এই উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার অঙ্গীকার করেন।এই উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার, চা-বাগান ও আদিবাসী সম্প্রদায়, দুর্যোগপ্রবণ এলাকা এবং শহুরে বস্তি এলাকার শিশুদের সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে, সামাজিক কর্ম অধ্যয়ন কেন্দ্রের শিক্ষার্থীরা সমাজমুখী কাজ ও কর্মসূচি ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক কিংবা অন্য যে কোনো ধরনের সহায়তা প্রদান করতে ইচ্ছুক হলে ৯১০১৩৬৮৮২১ অথবা ৬০০১২২৩২৫৯ নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। দানকৃত সামগ্রীর সংগ্রহ, বাছাই ও বিতরণ সামাজিক কর্ম অধ্যয়ন কেন্দ্রের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের দ্বারা সম্পন্ন করা হবে, যাতে স্বচ্ছতা ও ন্যায্য বণ্টন নিশ্চিত করা যায়।এই উদ্যোগের বৃহত্তর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে সামাজিক কর্ম অধ্যয়ন কেন্দ্র জানায় যে, “গিফট এ চাইল্ডহুড” কেবল একটি দান কর্মসূচি নয়—এটি সহমর্মিতা ও সম্মিলিত সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শৈশবের আনন্দ ফিরিয়ে আনার একটি উদ্ভাবনী আন্দোলন।



