মতামত

তারেক জিয়ার পথ চলায়

সৈয়দা রাশিদা বারী

২৬ এর নববর্ষের শুভেচ্ছায়

নতুন বছরে নতুন ভোর!!!
আশার আলোয় কাটুক ঘোর।
তারেক জিয়ার পথ চলায়।

হ্যাঁ শুভ হোক প্রতিটি প্রহর।
তোমার আমার সবার এবং
এই দেশের সূর্যসন্তান তারেক
রহমান বা তারেক জিয়ার।

বাচুক মানুষ বাচুক দেশ
সব মানুষের এটায় রেশ।
নারী বাচুক পুরুষ বাচুক
শিশু বাচুক বয়স্ক বাচুক।

বাচুক সকল মানব জাতি
মহান আল্লাহ সবার সাথী।
ঐতিহ্য বাচুক দেশ বাচুক
বেলী শিউলি মালতি রানী।

মসজিদ মাজার মন্দির গির্জা
এই দেশেরই প্রাণ ও শক্তি।
ভাঙ্গলে বিপত্তি মুছলে গ্লানি
যাবেই দুর্দশা হবেই মুক্তি।

হিংসা-বিদ্বেষ আক্রোশ নয়
সবার কল্যাণেই আছে সুখ।
গণতন্ত্র ও নাগরিক অধিকার
রক্ষাতেই ঘুচবে সকল দুঃখ।

১.১.২০২৬ইং, দুপুর ১টা, বৃহস্পতিবার।

Related Articles

Back to top button