বেনাপোল ঘিবা সীমান্ত থেকে ৪৩ কেজি গাঁজা সহ পাচারকারী আটক

শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত থেকে ৪৩ কেজি গাঁজা সহ জাহাঙ্গীর আলম বাবু নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
২৪ ডিসেম্বর বুদবার রাত ১১টার দিকে বেনপোল পোর্ট থানার ২নং ঘিবা সীমান্ত থেকে এ গাঁজার চালানটি আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে।
বিজিবি জানান,৪৯ বিজিবির ঘিবা বিওপির সদস্যরা ২নং ঘিবা গ্রামের কাঁচা রাস্তার মধ্যে দিয়ে একজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে তল্লাশী করা হয়।তার নিকট হতে ৪৩ কেজি গাঁজা, ০১ টি মোবাইল পাওয়া যায়।
আটককৃত গাঁজা মোবাইল এর সিজার মূল্য ১,৬০,৫০০/ (এক লক্ষ ষাট হাজার পাঁচশত) টাকা।
আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি,পিএসসি জানান,দীর্ঘদিনযাবত অস্ত্র স্বর্ণ,রূপা,মাদক,ডলার রুপি,হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্প না-অনুযায়ী গোয়েন্দা তৎপরতা আভি যানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।



