বাংলাদেশ

গফরগাঁও রেল স্টেশন সংলগ্ন আনুমানিক ৬৫/৭০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ

টাইমস ২৪ ডটনেট :  ২২/১২/২৫ তারিখ গফরগাঁও রেল স্টেশন সংলগ্ন আনুমানিক ৬৫/৭০ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ করে দেওয়া হয়েছে।আজ সকাল প্রায় ১১ ঘটিকা হতে বিকাল প্রায় ৫ ঘটিকা পর্যন্ত এ অভিযান কার্যক্রম চলে। উচ্ছেদ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট(উপসচিব) ও বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা, ঢাকা জনাব শিমুল কুমার সাহা।অভিযান কার্যক্রমে উপস্থিত থেকে বিশেষ দায়িত্ব পালন করেন ময়মনসিংহ

রেলওয়ে থানার ওসি জনাব আক্তার হোসেন ও বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই সিরাজুল ইসলাম সহ সংগীয় জিআরপি আরএনবি ফোর্স।এছাড়া গফরগাঁও থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল টিমকে কার্যক্রমে অংশ নিতে দেখা যায়। রেলওয়ে থানার ওসি ও সিআই,আরএনবি’র বরাতে জানা যায় উচ্ছেদ কার্যক্রমে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই!এধরণের অভিযানে উৎসুক জনতা পজিটিভ মন্তব্য করেছেন বলে সূত্র জানায়।

Related Articles

Back to top button