ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত

টাইমস ২৪ ডটনেট: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ১২টা ৩০ মিনিটে মধ্য জাভার সেমারাং এলাকায় টোল সড়কে চলাচলরত বাসটি একটি সড়ক বিভাজক ও গার্ডরেলে ধাক্কা খেয়ে উল্টে যায়।এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস)।বাসটিতে মোট ৩৪ জন যাত্রী ছিলেন। এটি রাজধানী জাকার্তা থেকে যোগ্যাকার্তার উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটি তুলনামূলকভাবে দ্রুত গতিতে চলছিল বলে জানান উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা বুদিওনো।তিনি জানান, তীব্র ধাক্কায় বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতর ছিটকে পড়েন এবং অনেকেই বাসের কাঠামোর সঙ্গে আটকে যান। দুর্ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।দুর্ঘটনায় আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৩ জন গুরুতর আহত বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উল্টে যাওয়া হলুদ রঙের বাসটির চারপাশে উদ্ধারকর্মীরা আহতদের সরিয়ে নিচ্ছেন।মধ্য জাভার পুলিশপ্রধান রিবুত হারি উইবোও জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং আহত বিকল্প চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসচালক গুরুতর আহত হলেও কথা বলতে সক্ষম রয়েছেন। তার শরীরে কোনো মাদকদ্রব্যের উপস্থিতি রয়েছে কি না, তা পরীক্ষা করা হবে।



