নতুন পঞ্চম প্রজন্মের ইঞ্জিন নিয়ে উড়ল রাশিয়ার সু–৫৭ যুদ্ধবিমান

টাইমস ২৪ ডটনেট: রাশিয়ার সু-৫৭ যুদ্ধবিমান নতুন পঞ্চম প্রজন্মের ইঞ্জিন সংযুক্ত করে প্রথমবারের মতো উড্ডয়ন করেছে। ইঞ্জিনটির নাম দেওয়া হয়েছে “প্রোডাক্ট ১৭৭” বা ইজদেলিয়ে ১৭৭ (Izdeliye 177)। রাশিয়ার রাষ্ট্রীয় করপোরেশন রসটেক জানিয়েছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এবং স্বাভাবিকভাবেই এই পরীক্ষামূলক উড়ান সম্পন্ন হয়েছে।নতুন এই ইঞ্জিনটি বিশেষভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের জন্য তৈরি। এতে আফটারবার্নার থ্রাস্ট রয়েছে ১৬ হাজার কেজিএফ, ইঞ্জিনের কার্যক্ষম আয়ু বাড়ানো হয়েছে এবং সব ধরনের অপারেশন মোডে জ্বালানি খরচ কমানো হয়েছে।রসটেক আরও জানিয়েছে, তারা উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে। এর ফলে রুশ সেনাবাহিনীর জন্য সু–৫৭ যুদ্ধবিমানের সরবরাহ বাড়ানো সম্ভব হবে এবং বিদেশি ক্রেতাদের জন্য রপ্তানি সংস্করণও প্রস্তাব করা যাবে।রসটেকের দাবি, সু–৫৭ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের জন্য প্রয়োজনীয় সব মানদণ্ড পূরণ করে, যার মধ্যে স্টেলথ বা রাডারে ধরা না পড়ার সক্ষমতাও রয়েছে।



