বাংলাদেশ

কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে বহুমাত্রিক গবেষণা সমীক্ষা অনুষ্ঠিত

মাখদুম সামি কল্লোল: বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও পেশাগত স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়নে একটি বহুমাত্রিক গবেষণা সমীক্ষা উপলক্ষে ফোকাস গ্রুপ আলোচনা (FGD) অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২১ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ কৃষি ব্যাংকের সিবিএ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন OSHE ফাউন্ডেশন এবং UNIBLC (ইউনি গ্লোবাল বাংলাদেশ লিয়াজও কাউন্সিল )-এর প্রতিনিধিবৃন্দ। গবেষণা কার্যক্রম পরিচালনা করেন OSHE ফাউন্ডেশনের
প্রধান গবেষক
এ.কে.এম মাসুম উল আলম।

UNIBLC-এর পক্ষে আলোচনায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব মোঃ আমজাদ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ দেলোয়ার হোসেন, যুব কমিটির সভাপতি জনাব মোর্শেদ সরকার, নারী কমিটির সভাপতি তাসলিমা আক্তার লিনা, BOAB এর প্রতিনিধি জনাব মোঃ আবু সুফিয়ান এবং BKBEU-B-985-(সিবিএ)এর সাধারণ সম্পাদক জনাব মোঃ মিরাজ হোসেন।

আটটি ব্যাংকের প্রতিনিধি দল আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনার মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন খাতের শ্রমিকদের কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (OSH) সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা, কাজের ধরন, ঝুঁকি, সচেতনতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নিরাপত্তা প্রশিক্ষণ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) ব্যবহার এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও রোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা।

আলোচনায় জানানো হয়, একই খাত বা একই ধরনের কর্মস্থলের ৬ থেকে ১০ জন শ্রমিককে নিয়ে এফজিডি পরিচালিত হচ্ছে, যেখানে নারী-পুরুষ, বয়স ও কাজের ধরন অনুযায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত করা হচ্ছে। প্রতিটি আলোচনা ৬০ থেকে ৯০ মিনিট সময়ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।

FGD-এর মূল আলোচনায় সাতটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে—দৈনন্দিন কাজের পদ্ধতি ও ঝুঁকি, পেশাগত দুর্ঘটনা ও শ্রম অধিকার পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরাপত্তা বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণ পিপিই এর প্রাপ্যতা ও ব্যবহার রোগ অসুস্থতা ও দুর্ঘটনার অভিজ্ঞতা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা উন্নয়নে শ্রমিকদের সুপারিশ।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে মূল বিষয়গুলো সংক্ষেপে উপস্থাপন করা হয়। গবেষকরা আশা প্রকাশ করেন, এই গবেষণার ফলাফল ভবিষ্যতে শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং কার্যকর OSH ব্যবস্থা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button