
টাইমস ২৪ ডটনেট : ঢাকায় জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করলে পুলিশ পথে উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। মিছিলে অংশগ্রহণকারীরা এরপর সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতকদের বাংলাদেশে ফেরত পাঠানোসহ কয়েকটি দাবিতে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’কর্মসূচি শেষ করেছে জুলাই ঐক্য। কর্মসূচিতে ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ সহ নানান স্লোগান দেন তারা।
ঢাকার রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম নছরুত হাসান বলেন, আন্দোলনকারীদের রামপুরা ব্রিজের ওপারে যেতে দেয়া হয়নি, ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়েছে। তবে, গ্রগতি স্মরণি ও বাড্ডা গুলশান লিংক রোডে যান চলাচল বন্ধ আছে।এর আগে, ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিকে সামনে রেখে দুপুর থেকে ঢাকার রামপুরা ব্রিজ এলাকা একত্রিত হন বিক্ষোভকারীরা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এসে তারা বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বিঘ্নিত হয়।জুলাই ঐক্যের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফিরিয়ে দেওয়া এবং ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের ষড়যন্ত্রে’র প্রতিবাদে বুধবার বিকালে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।



