ইউনিফর্মের জ্যাকেট খুলে আগুন নেভানোয় আরএনবি’র তিন সদস্য পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক: নাশকতা রোধে জীবনের ঝুঁকি- সাহসিকতা ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তা প্রদর্শনের জন্য বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী’র (আরএনবি) তিন সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। তারা গত ১৯ নভেম্বর/’২৫ ময়মনসিংহের রেল স্টেশনের ওয়াশপিটে দন্ডায়মান জারিয়া লোকাল ট্রেনে দুষ্কৃতকারীদের দেওয়া আগুন নিভিয়ে রেলের ইঞ্জিনসহ কোটি কোটি টাকার রেল সম্পদ রক্ষা করেছে।
সোমবার (১৪ ডিসেম্বর/’২৫) বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পূর্বাঞ্চল-এর চীফ কমান্ড্যান্ট মহোদয়ের দপ্তরে এই তিন আরএনবি সদস্যকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হয়েছে। চীফ কমান্ড্যান্ট জনাব আশাবুল ইসলাম ও ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর সিরাজুল ইসলামের উপস্থিতিতে এই তিন সদস্য— হাবিলদার মো. মাসুদ রানা, নায়েক মো. ইসমাইল হোসেন ও সিপাহী মো. আসাদুজ্জামান-কে তাদের সাহসিকতার স্বীকৃতিস্বরূপ নগদ ১৫ হাজার টাকা,ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল সহকর্মীদের ভালো কাজে উৎসাহিত করা হয়েছে।এ জন্য সিআই সিরাজুল ইসলাম পূর্বাঞ্চলের চীফ কমান্ডেন্টসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ময়মনসিংহ চৌকি’র পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জানা যায়, গত ১৯ নভেম্বর/’২৫ খ্রি. রাত ৪টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা গানপাউডার ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। কর্তব্যরত আরএনবি সদস্যদের তৎপরতায় সেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
আরএনবি ময়মনসিংহ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, কর্তব্যরত বাহিনী সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন, বগির কয়েকটি সিটে আগুন জ্বলছে। কোনো অগ্নি-নির্বাপক সরঞ্জাম হাতে না পেয়ে,উপায়ান্ত না পেয়ে আরএনবি সদস্যরা দ্রুত এই সাহসী কৌশল অবলম্বন করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে চীফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম বলেন, “আরএনবি’র এই ধরনের কর্তব্যনিষ্ঠা এবং সাহসিকতা সকলের জন্য অনুপ্রেরণা। তাদের এই দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি দিতে পেরে আমরা গর্বিত।”



