বাংলাদেশ

নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশে শক্তিশালী আইন প্রয়োজন

মাখদুম সামি কল্লোল: নৌপরিবহন খাতে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে তামাক নিয়ন্ত্রণ আইনকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। বুধবার সদরঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশ ট্যোবাকো কন্ট্রোল এডভোকেটস (বিটিসিএ) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিদিন নৌপরিবহনে ১০–১২ লাখ যাত্রী চলাচল করেন, যেখানে ধূমপান ও পরোক্ষ ধূমপানের কারণে সাধারণ মানুষ গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে থাকে। আইন প্রয়োগের দুর্বলতায় নদীবন্দর এলাকায় এখনো তামাক কোম্পানির প্রচারণা চলছে—যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

সভাপতি দোয়া বখশ শেখ বলেন, আইন অনুযায়ী নৌযানে ধূমপানবিরোধী সাইনেজ প্রদর্শনের বাধ্যবাধকতা থাকলেও বাস্তবায়ন কম। তিনি টার্মিনাল এলাকায় সিগারেট বিক্রি বন্ধ এবং যাত্রী-শ্রমিকদের স্বাস্থ্যসেবা আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সুপারিশ হিসেবে বক্তারা সমন্বিত তদারকি জোরদার, সব লঞ্চ-ফেরিতে ধূমপানমুক্ত সাইনেজ বাধ্যতামূলক করা, তামাক বিক্রি ও ব্র্যান্ড প্রচারণা নিষিদ্ধ করা, এবং আইন সংশোধনের মাধ্যমে পরোক্ষ ধূমপানমুক্ত পরিবহনের কাঠামো শক্তিশালী করার দাবি জানান।

মানববন্ধনে নাগরিক সংগঠন, সাংবাদিক, লঞ্চ মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button