হিমছড়ি–ইনানি–বাহারছড়া ও টেকনাফ থানা পরিদর্শন করলেন কক্সবাজার পুলিশ সুপার

এস.এম হুমায়ুন কবির, কক্সবাজার : কক্সবাজার জেলার হিমছড়ি পুলিশ ফাঁড়ি, ইনানি পুলিশ ফাঁড়ি, বাহারছড়া তদন্ত কেন্দ্র এবং টেকনাফ মডেল থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ইউনিটগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মান, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার সংশ্লিষ্ট থানায় কর্মরত অফিসার ও সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যাবলি ও চ্যালেঞ্জগুলো মনোযোগ দিয়ে শোনেন। তিনি জানান, বিধি অনুযায়ী এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস, সংশ্লিষ্ট সার্কেল অফিসারসহ থানা ও পুলিশ ফাঁড়ির ইনচার্জবৃন্দ।



