বাংলাদেশ

ফুলবাড়ীয়ায় বাবেশিকফো”র পরিচিতি সভা অনুষ্ঠিত

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো: আ: জব্বার : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বারেশিকফো) এর আহবায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ীয়া উপজেলা শাখার আয়োজনে শনিবার (৬ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভা ও দোয়া মহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবেশিকফো”র কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম।

ফুলবাড়ীয়া উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ মাসুদুল ইসলাম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবেশিকফো”র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব মোঃ তোফায়েল সরকার, বাবেশিকফো”র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাখওয়াত হোসাইন। বাবেশিকফো ফুলবাড়ীয়া উপজেলা শাখার সদস্য সচিব গোলাম মোহাম্মদ আতাহার চৌধুরী এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাবেশিকফো জেলা পর্যায়ের শিক্ষক নেতা নাজমুল হাসান, ফরিদেরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নূরুন্নাহার সীমা, শ্রীপুর কাঁচিচূড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শাহজাহান, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আশরাফুল আলম, কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান প্রমূখ।
অনুষ্ঠানের প্রতিক্রিয়া ব্যক্ত করেন আহত শিক্ষক হারুনুর রশীদ স্যারের ছেলে আহসান হাবিব আসিফ।
অনুষ্ঠানের শেষে শিক্ষক আন্দোলনে আহত শিক্ষক হারুন অর রশিদ এর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীগণ উপস্থিতি ছিলেন।

পরে পলাশীহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদুল ইসলামকে সভাপতি, অন্বষণ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গোলাম মোহাম্মদ আতাহার চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহমুদুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে বাবেশিকফো ফুলবাড়ীয়া উপজেলা শাখার কমিটি (আংশিক) গঠণ করা হয়।

Related Articles

Back to top button