রাজনীতি

মনোনয়নকে ঘিরে উত্তরায় আকস্মিক মশাল মিছিল, উদ্দেশ্য নিয়ে দলে প্রশ্ন!

এস.এম.নাহিদ : ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীরের নাম ঘোষণার পর উত্তরা এলাকায় শুক্রবার রাতে হঠাৎ করে হওয়া মশাল মিছিল দলটির ভেতরে ব্যাপক সন্দেহ তৈরি করেছে। রাজউক স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে জসিমউদ্দিন মোড় পর্যন্ত কয়েক দফায় ছুটোছুটি করে ছোট-বড় বিক্ষোভ হয়। মিছিল থেকে ভেসে আসে-’মনোনয়ন প্রত্যাহার চাই, অবাঞ্ছিত প্রার্থী মানি না’-যে স্লোগান দলের অভ্যন্তরীণ অস্থিরতাকে প্রকাশ্যে টেনে আনে।

অংশগ্রহণকারীরা নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিলেও তাঁদের সাংগঠনিক পরিচয় বা অনুমোদনের কোনো প্রমাণ নেই। বিএনপির একটিও ইউনিট এ মিছিলের দায় নেয়নি। ফলে এটি আদৌ স্বতঃস্ফূর্ত কি না-তা নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে তীব্র সংশয় তৈরি হয়েছে।সূত্র বলছে, কয়েকটি বিষয় স্পষ্টভাবে চোখে পড়ছে।মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ, উত্তরার দীর্ঘদিনের গ্রুপভিত্তিক কোন্দল, অংশগ্রহণ কারীদের মধ্যে কয়েকজনের বিতর্কিত রাজনৈতিক অতীত এবং সামাজিক মাধ্যমে ছড়ানো একগুচ্ছ উসকানিমূলক পোস্ট। সব মিলিয়ে এই মিছিলকে অনেকেই সংগঠনবিরোধী প্রদর্শনীর কাছাকাছি বলে মন্তব্য করছেন।নেতাদের আশঙ্কা- এই প্রকাশ্য বিরোধ নির্বাচনী সমীকরণকে নড়বড়ে করতে পারে এবং প্রতিদ্বন্দ্বী শক্তি তা কাজে লাগাতে পারে। দায়িত্বশীল নেতারা বলছেন, কারা মিছিলে ছিল, কার নির্দেশে ছিল এবং এর অন্তর্নিহিত উদ্দেশ্য কী?তা জানতে কঠোর ও স্বচ্ছ অনুসন্ধান জরুরি।

উত্তরার নেতৃত্বহীন মশাল মিছিল এখন বিএনপির ভেতরেও উত্তাপ ছড়িয়েছে। এটি কি কেবল মনোনয়ন নিয়ে ক্ষুব্ধ কিছু মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নাকি আরও গভীর রাজনৈতিক পরিকল্পনা ইঙ্গিত?এখন সব নজর কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থান ও পরবর্তী পদক্ষেপে।

Related Articles

Back to top button