বাংলাদেশ

রামুতে ভাবনা কেন্দ্র ভাঙচুর: জমিজটিলতা থেকে সৃষ্টি উত্তেজনা, সাম্প্রদায়িক প্রেক্ষাপট নেই—প্রশাসন

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অভ্যন্তরীণ জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সদ্ধমোর্দয় ব্রহ্মবিহার ও ধ্যান কেন্দ্রের পরিত্যক্ত ভাবনা কেন্দ্রের একটি অংশ ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রশাসন নিশ্চিত করেছে, এটি কোনোভাবেই সাম্প্রদায়িক হামলা নয়; একই সম্প্রদায়ের দীর্ঘদিনের জমি বিরোধ থেকেই এ পরিস্থিতির সৃষ্টি।

শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল এলাকায় অবস্থিত ভাবনা কেন্দ্র নিয়ে বিরোধের একপর্যায়ে ভবনটির অংশবিশেষ ভাঙচুর করা হয়। ঘটনার খবর পেয়ে রামু থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এসিল্যান্ড, সেনাবাহিনী ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর প্রজ্ঞা বিনয় ভিক্ষু রামু থানায় ছয়জনকে অভিযুক্ত করে এজাহার দাখিল করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—

মৃত উপেন্দ্র বড়ুয়ার ছেলে সমদেশ বড়ুয়া লুলু,
তার ছেলে রনি বড়ুয়া,
এবং মৃত সুবাস বড়ুয়ার ছেলে রনি বড়ুয়া।
এজাহারে আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে—

মৃত অতীন্দ্র বড়ুয়ার ছেলে সজিব বড়ুয়া,
সজিব বড়ুয়ার স্ত্রী মুন্নী বড়ুয়া,
এবং মৃত ধনঞ্জয় বড়ুয়ার ছেলে জীবেন্দ্র বড়ুয়া।
প্রশাসন জানিয়েছে, ঘটনাটিকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার বা উসকানি যাতে না ছড়ায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। পাশাপাশি আইনগত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মামলার তদন্ত চলছে।

Related Articles

Back to top button