বাংলাদেশ

ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি রিক্সা র‌্যালিতে

মাখদুম সামি কল্লোল: ই-সিগারেট ও নিকোটিন পাউচকে যুবসমাজের জন্য গুরুতর হুমকি উল্লেখ করে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে রাজধানীতে আয়োজিত রিক্সা র‌্যালিতে।

শুক্রবার ৫ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত র‌্যালির আয়োজন করে প্রত্যাশা মাদক বিরোধী সংঠন। এতে তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ, কর্মী এবং প্রায় শতাধিক রিকশাচালক অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, অপ্রচলিত ও ক্ষতিকর এসব পণ্য বৈধ করতে বহুজাতিক কোম্পানিগুলো প্রভাব খাটাচ্ছে। তারা বলেন, ২০২৪ সালে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য কমিটি গঠিত হলেও এখনো কাজ শেষ হয়নি; অথচ এ সময়েই তামাকজনিত রোগে প্রাণ হারিয়েছে ১ লাখ ৬১ হাজার মানুষ।

সম্প্রতি বাংলাদেশ বেজা কর্তৃক নিকোটিন পাউচ কারখানার অনুমোদনকে ‘জনস্বাস্থ্যবিরোধী’ বলে মন্তব্য করে বক্তারা জানান—বিশ্বের ৩৪টি দেশ ইতোমধ্যে পণ্যটি নিষিদ্ধ করেছে।

আইনের খসড়ায় স্কুল–হাসপাতাল এলাকার কাছে তামাক বিক্রি নিষিদ্ধ, প্যাকেটে স্বাস্থ্য সতর্কবার্তা ৯০% করা, একক শলাকা সিগারেট বিক্রি বন্ধ এবং ই-সিগারেট নিষিদ্ধের প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, শক্তিশালী আইন ছাড়া তামাক কোম্পানির অপকৌশল ঠেকানো সম্ভব নয়। র‌্যালি থেকে তারা ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধসহ তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের দাবি জানান।

Related Articles

Back to top button