কবি আবদুল হাই মাশরেকীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মাখদুম সামি কল্লোল: বাংলা গানের জনপ্রিয় ধারায় নতুন দিগন্ত উন্মোচন করে যাওয়া কিংবদন্তি কবি ও গীতিকবি আবদুল হাই মাশরেকীর ৩৭তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন আয়োজনে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে। তাঁর কালজয়ী সৃষ্টি ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ’, ‘মাঝি বাইয়া যাও রে’, ‘আমার কাঙ্খের কলসি’, ‘প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে’—এসব গান বাংলা সংগীতে বিশেষ মাত্রা যোগ করেছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার খানকাহ আলিয়া দরবার শরিফে বাদ মাগরিব কোরআন তেলাওয়াত, নাতে রাসুল, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আবদুল হাই মাশরেকী ছিলেন মাটি ও মানুষের কবি—যার কথায় ছিল বাংলার খেটে খাওয়া মানুষের হৃদয়ের স্পন্দন।
এছাড়াও কবির জন্মভূমি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘আবদুল হাই মাশরেকী পরিষদ’-এর উদ্যোগে সকাল ১০টায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসী এ আয়োজনে অংশ নেন।
বক্তারা বলেন, আবদুল হাই মাশরেকীর গান ও সাহিত্যকর্ম আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সৃষ্টিগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত গবেষণা, প্রকাশনা ও সাংস্কৃতিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে কবির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।



