বাংলাদেশ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করলো ফায়ার সার্ভিস

এস.এম.নাহিদ: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস–২০২৫ উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ই ডিসেম্বর)নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

সকাল ৮টায় দেশের আট বিভাগ থেকে আগত স্বেচ্ছাসেবকদের নিবন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ৯টায় ফায়ার সার্ভিস সদস্য ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সকাল ১০টায় শুরু হয় আলোচনা সভা। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার।অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ২২ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবককে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন মহাপরিচালক জাহেদ কামাল। তিনি স্বেচ্ছাসেবকদের সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগের প্রশংসা করে বলেন,দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের অবদান অনন্য। ভবিষ্যতেও এ আন্তরিকতা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।

প্রধান অতিথি তার বক্তব্যে দুর্যোগ মোকাবিলা ও মানবিক সংকটে স্বেচ্ছাসেবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণই জাতিকে এগিয়ে নিয়ে যায়। তাদের সংগঠিত করা, অবদানকে স্বীকৃতি দেওয়া ও আরও দক্ষ করে তোলাই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের মূল উদ্দেশ্য।তিনি ভবিষ্যতে নিয়মিত প্রশিক্ষণ ও মহড়া বাড়ানোর ওপরও জোর দেন।দিনব্যাপী আয়োজনে দুই শতাধিক স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

Related Articles

Back to top button