বাংলাদেশ

চরফ্যাশনে এম.ভি.সি’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে আধুনিক সন্ধ্যাতারা ক্লাব (এম.ভি.সি)-এর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আসর এম.ভি.সি’র নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চরফ্যাশন অফদা মসজিদের খতিব মাওলানা ফরিদ উদ্দিন আল ফারুকীর পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
পৌরসভার সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মীর শাহাদাৎ হোসেন ছায়েদ, আশ্রাফুল ইসলাম, ইব্রাহিম হাওলাদার, প্রভাষক আলাউদ্দিন, প্রভাষক নজরুল ইসলাম, সহ-সভাপতি চপল মাতব্বর,
মাহাবুব সেজওয়াল বেলাল, কামরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন জাকির, সহ-সাধারণ সম্পাদক সায়েম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রিপন।
এছাড়াও ক্লাবের সদস্য আওলাদ, নাসির, জসিম, সাখাওয়াত, সিদ্দিক, আল আমিন, রাসেল, সোহেল, সালমান সিকদার, নাঈম সিদ্দিকী রুমিসহ স্থানীয় নুরানি হাফিজী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসাসূত্রে জানা যায়।

Related Articles

Back to top button