রাজনীতি
ঢাকা-১৮ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর

এস.এম.নাহিদ : বিএনপির নির্বাচন প্রস্তুতিতে এবার বড় অগ্রগতি এসেছে।ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার রাজনৈতিক বাস্তবতায় এগিয়ে থাকা-এইসব বিবেচনায় শেষ পর্যন্ত জাহাঙ্গীরের নামেই স্থির হয় দল।
ঘোষণার মুহূর্ত থেকেই স্পষ্ট ঢাকা-১৮ আসনে বিএনপি এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার সংকেত দিচ্ছে। দলের ভেতরে-বাইরে আলোচনায় জাহাঙ্গীরকে সামনে রেখে নতুন করে প্রাণ পেল ধানের শীষের প্রচারযন্ত্র।রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন, ঢাকা-১৮ আসনের জমে ওঠা লড়াই কোন দিকে গড়ায়?



