বাংলাদেশ

ফুলবাড়িয়ায় পুলিশি অভিযানে ১৬ জুয়াড়ি গ্রেফতার

মো: আ: জব্বার, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার সন্তোষপুর বড়চনা, নামা শ্রীপুর, বড়খিলা ও বাকতা এলাকায় অভিযান পরিচালনা করে জুয়াড়িদেরকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ মোস্তফা (৪৫), পিতা-আঃ কাদের, মাতা-মোছাঃ ফাতেমা
২। ইব্রাহিম খলিল (৫৫)
পিতা-নূর মোহাম্মদ
মাতা-মৃত মালেকা খাতুন
৩। আসাদুল (৩০)
পিতা-মোঃ সাাদেক আলী
মাতা-মোছাঃ হামিদা খাতুন
৪। শামীম হোসেন (৩০)
পিতা-আঃ খালেক
মাতা-মোছাঃ বেগম
৫। মোঃ ইদ্রিছ আলী (৩০)
পিতা-মোঃ উমর ফকির
মাতা-মোছাঃ জহুরা খাতুন
৬। আছর আলী (৫৮)
পিতা-মৃত সোনাউল্লাহ্
মাতা-মৃত পছিরন
৭। মোঃ ফজল (৩০)
পিতা-মোঃ পাগু শেখ
মাতা-মৃত আম্বিয়া
সর্ব সাং-সন্তোষপুর বড়চনা
৮। মোঃ ইউনুছ আলী (৩৮)
পিতা-মৃত মুনতাজ আলী
মাতা-মোছা রমিছা খাতুন
৯। মোঃ আঃ ছালাম (৫৯)
পিতা-মৃত রহমত আলী
মাতা-মৃত ছকিনা খাতুন @ ছকি
১০। মোঃ আঃ জলিল ফকির (৬১)
পিতা-মৃত মগদব আলী@ সাহা ফরিক
মাতা-মৃত জেলেখা খাতুন
১১। মোঃ জনাব আলী (৫৫)
পিতা-আঃ জব্বার
মাতা-মোছাঃ জমিলা খাতুন @ জমেলা খাতুন
১২। মোঃ কুদ্দুস আলী(৫০)
মৃত সোলায়মান
সর্ব সাং-নামা শ্রীপুর
১৩। মোঃ কবির হোসেন(৫০)
মোকছেদ আলী
১৪। বাবুল হোসেন(৫০)
পিতা-কাশেম আলী
১৫। মোঃ আবুল হোসেন (৩৮) পিতা-মৃত ছাবেদ আলী
মাতা-জেলেখা খাতুন
সাং-বড়খিলা
১৬। সবদর আলী খান(৫৮)
পিতা-মৃত শের মাহমুদ খান
সাং-বাকতা

থানা সূত্রে জানা যায়, এসআই লিটন, ফিরোজ, এএসআই ইমদাদুল হক, শামীম , শাহীন খান সংগীয় ফোর্স গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্তোষপুর বড়চনা থেকে ৭জন, বড়খিলা থেকে ৩জন, নামাশ্রীপুর থেকে ৫জন এবং বাকতা থেকে ১জন সহ মোট ১৬জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ফুলবাড়িয়া থানার সেকেন্ড অফিসার মোঃ লিটন।

Related Articles

Back to top button